নওগাঁ জেলা পুলিশ সুপার এর হস্তক্ষেপে ফিরে পেল বৃদ্ধা মহিলা পরিবার

নওগাঁ জেলা পুলিশ সুপার এর হস্তক্ষেপে ফিরে পেল বৃদ্ধা মহিলা পরিবার। ছবি-অন্তর আহম্মেদ

সুপ্রভাত বগুড়া (অন্তর আহম্মেদ নওগাঁ ): বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন হাজেরা খাতুন (৬৬)। পাবনা নলডাঙ্গা চাটমোহর থেকে এসে নওগাঁ বালু ডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় নামেন বাস থেকে। উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে দেখে এলাকার লোকজন থানায় ফোন দিলে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, তাৎক্ষণিকভাবে এসআই সাইফুলকে পাঠিয়ে বৃদ্ধাকে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম দিকনির্দেশনায় পাবনা চাটমোহর থানার সাহায্য নিয়ে যোগাযোগ করে বৃদ্ধার পরিবার এর সাথে। বৃদ্ধা মানষিক ভারসাম্যহীন হওয়ার কারনে পরিবার বাড়িতে ফিরিয়ে নিতে রাজি হননি।

Pop Ads

ওসি সোহরাওয়ার্দী পরিবারের সদস্যদের সাথে মোবাইল ফোনে কথা বলে বুঝিয়ে, আজকে রবিবার সকালে নওগাঁ সদর মডেল থানায় ছেলে হামিদুল ও ভাতিজা জয়নাল হোসেনের হাতে বৃদ্ধা কে তুলে দায়।

এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, অফিসার ইনচার্জ( তদন্ত) ফয়সাল বিন আহসান, অফিসার ইনচার্জ (অপারেশন) তাজমিলুর রহমান, সেকেন্ড অফিসার এসআই নাজমুল জান্নাত শাহ্ সহ আরো অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here