নতুন করে করোনার সংক্রমণ বাড়ায়,মালয়েশিয়ায় বছরজুড়েই থাকবে নিষেধাজ্ঞা

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): মালয়েশিয়ায় নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিধি-নিষেধ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই বছর বিদেশি পর্যটকদের মালয়েশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন।

নৈশক্লাবসহ জনসাধারণে অবাধ চলাচলও নিয়ন্ত্রণের আওতায় থাকবে। শুক্রবার (২৯ আগস্ট) টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় করোনার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি শনাক্তের হার বেড়েছে। সংক্রমণ ঠেকাতেই বিধি-নিষেধ বাড়ানো হয়েছে।

Pop Ads

শুক্রবার দেশটিতে নতুন করে ১০ জনের বেশি সনাক্ত হওয়ার পরপরই এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী মুহিদ্দীন। তবে দেশটির অর্থনীতির চাকা অনেকটা সচল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মুহিদ্দীন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুরসহ বিভিন্ন প্রদেশে যখন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে তখনই সংক্রমণের চিত্রটা ঊর্ধ্বগতির দিকে যেতে থাকে। সামাজিক দূরত্ব মানায় অনীহা দেখা গিয়েছিল। কোভিড-১৯ এ মালয়েশিয়ায় কমপক্ষে ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২৫ জনের বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here