নন্দীগ্রামে ঈদের নামাজ মাঠে আদায় নিয়ে সংঘর্ষ , আটক ১!

সুপ্রভাত বগুড়া (খাজা রতন): বগুড়ার নন্দীগ্রামে ঈদের নামাজ আদায় নিয়ে সংর্ঘষ, আহত বগুড়ার নন্দীগ্রামে মাঠে ঈদের নামাজ আদায় নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। 

আজ সোমবার (২৫ মে) সকাল ৯টার দিকে নন্দীগ্রাম ২নং ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে ছোট ডেরাহার গ্রামে এ ঘটনা ঘটে।

Pop Ads

এ ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ঈদের নামাজ মাঠে পরা নিয়ে  সোমবার সকাল ৯টায় ছোট ডেরাহার  মসজিদে  কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেন।

এর  আগে গ্রামের রেজা ও আলমের নেতৃত্বে কিছু লোকজন স্থানীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। নামাজ শেষে রেজা ও আলমসহ অন্যান্য লোকজন মসজিদে নামাজ আদায়ের জন্য মসজিদের ঈমামকে গালিগালাজ করে।

এ সময় মসজিদে নামাজ পরা  লোকজন প্রতিবাদ করলে রেজা,শাহিন,আলহাকাম, পারভেজ, আলম,সবুর ও   হানিফ (৩০) নামের  একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করে। 

এর পরপরই দুপক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। খবর পেয় নন্দীগ্রাম থানা  পুলিশ দ্রত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঘটনাস্থল থেকে সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা সোহাগ হোসেনকে আটক করে পুলিশ।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here