নন্দীগ্রামে সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কাজে অংশগ্রহন করলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ

সুপ্রভাত বগুড়া (নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি): বগুড়ার নন্দীগ্রামে, ৫নং ইউনিয়নের অন্তর্গত বিজরুল বরেন্দ্র পাকুরিয়া পাড়া গ্রামের চলাচলের একমাত্র ইটের রাস্তাটির বিভিন্ন জায়গায় খানাখন্দ ও গর্তের কারণে, চলাচলের অনুপোযোগী হওয়ায়, রাস্তা সংস্কার কাজে গ্রামবাসীর সেচ্ছাশ্রমে একাত্বতা ঘোষনা করে সবার সাথে কাজে অংশ গ্রহন করলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

জানা গেছে, গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি বেহাল দশার কারণে চরম দূর্ভোগ পোহাচ্ছিলো গ্রামবাসী, এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ হাসেম আলী ও ৫নং ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এর কাছে ভাঙাচুরা রাস্তার দূর্দশার কথা জানান।

Pop Ads

গ্রামবাসী আবদার করেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুধু ইট আর বালু দিলে, গ্রামবাসী সেচ্ছাশ্রমে রাস্তাটির সংস্কার ও মেরামত করবে। গ্রামবাসীর এমন প্রস্তাবে খুশি হয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ রাস্তা মেরামতে যত ইট ও বালু প্রয়োজন তার ব্যাবস্থা করে দেন এবং গ্রামবাসী সাথে নিজে সেচ্ছাশ্রমে অংশ নিয়ে রাস্তাটির সংস্কার ও মেরামত করেন।

গ্রামবাসী জানান, গ্রামের ভিতর মুরগির ফার্ম দিয়ে ব্যাবসা করায়, ফার্মের মুরগি আনা নেয়ার ট্রাক চলাচলের জন্যই অল্প দিনের মধ্যেই রাস্তাটি ভেঙেচুরে চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, যে রাস্তাটি ভুটভুটি চলাচলের ওজন ধরে রাখতে পারে না, সেখানে ট্রাক চলাচলের জন্য অল্পদিনেই রাস্তা নস্ট হয়ে গেছে, তাই আর যেন রাস্তার কোন ক্ষতি না হয়,

এজন্য সকল গ্রামবাসী এক হয়ে মুরগির ফার্ম মালিককে গ্রামের ভিতর ট্রাক না আনতে বিশেষ অনুরোধ জানায়, এছারাও চেয়ারম্যান আবুল কালাম আজাদ কে জনতার চেয়ারম্যান আখ্যা দিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। উল্লেখ্য জাতীসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) থেকে উপজেলার শ্রেস্ঠ চেয়ারম্যানের সম্মাননা পেয়েছিলেন এই চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here