নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পদোন্নতি দিতে হবে সশস্ত্র বাহিনীতে : প্রধানমন্ত্রী

সুপ্রভাত বগুড়া (জাতীয়): সশস্ত্র বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর নির্বাচনী পর্ষদের ভার্চুয়াল সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু খাতা-কলমে ভালো করলেই হবে না, যারা ফিল্ডে ভালো কাজ করতে পারে, কমান্ড করতে পারে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতার মতো বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।

Pop Ads

নিজ নিজ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সেনা, নৌ ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে প্রমোশন দেবেন।

সব দিকে নজর রেখেই সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর জন্য বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে যাতে সব ধরনের ট্রেনিং দেয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here