ফুলগাজীতে সরকারী গাছ কর্তন, ম্যানেজের চেষ্টা, এলাকাবাসীর ক্ষোভ

ফুলগাজীতে সরকারী গাছ কর্তন, ম্যানেজের চেষ্টা, এলাকাবাসীর ক্ষোভ।

সুপ্রভাত বগুড়া (এমদাদ খান): ফুলগাজী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলাধীন আমজাদ হাট ইউনিয়নের ফেনা পুস্করনী গ্রামে সরকারী এলজিইডি রাস্তা পাশ থেকে একটি বড় বেলজিয়াম গাছ কেটে নিয়ে গেছে এলাকায় গাছ খেকো নামে পরিচিত মোজাম্মল হক।

এব্যাপারে স্হানীয়রা বন বিভাগের ফুলগাজী- পরশুরাম রেন্জার অফিসারকে অবহিত করেন। খবর পেয়ে বন বিভাগের (রেন্জার অফিস) লোকজন ঘটনাস্হল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা পাওয়ার পরও বন বিভাগের লোকেরা কোন রকম এ্যাকশান না নিয়ে বরং ম্যানেজ হয়ে চলে আসে।

Pop Ads

ঘটনার সত্যতা স্বীকার করে রেন্জার জিয়া উদ্দিন বলেন, আমি ঘটনাটি দেখছি। কোন প্রশাসনিক ব্যবস্হা নিবেন কিনা এমন প্রশ্নে তিনি কোন সদত্তর না দিয়ে এড়িয়ে যান। এলাকাবাসীর দাবী, গাছ খেকো মোজাম্মেল এর আগেও বহু গাছ লোপাট করেছে। কোনরকম এ্যাকশান না নিলে গাছ খেকোরা উৎসাহিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here