বগুড়ায় একই পরিবারের চার জনসহ করোনায় আক্রান্ত ৭!

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ায় একই পরিবারের চার জনসহ সাত জনের করোনা হয়েছে এদের মধ্যে কাহালু উপজেলার একই পরিবারের চার জন
বাকি তিনজন বগুড়া শহরের বাসিন্দ।

আজ বৃহস্পতিবার রাত ৯টায় ডেপুটি সিভিল সার্জ ডাঃ মোস্তফিজুর রহমান তুহিন
এ তথ্য নিশ্চিত করেছেন। ডিপুটি সিভিল সার্জন জানান, কাহালু উপজেলার নারহট্র গ্রামের ৪জন আক্রান্ত হয়েছে।

Pop Ads

গত সোমবার ওই গ্রামে করোনা শনাক্ত হওয়া এক ব্যক্তির সংস্পশে এসে তারা আক্রান্ত হন। বাকি তিনজন বগুড়া শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।এদের একজন কলোনি এলাকার এক গৃহবধূ।

তার বিল্ডিং এ একজন করোনা আক্রান্ত আছেন। অপরজন জলেশ্বরীতলার এক ব্যক্তি তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। আরেক জন ঠনঠনিয়া হাড়িপাড়ার এক ব্যক্তি তিনি বগুড়ায় মাছের আড়তে কাজ কলেন।

এদিকে জেলা সিভিল সার্জন জানান, এই নিয়ে জেলায় ১১৯ জন করোনায়
আক্রান্ত।এদের মধ্যে ১৫ জন সুস্দ হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বগুড়ার ১৮৭ নমুনা পজিটিভ
হয়েছে। জয়পুরহাটের একটি ফলাফল একটি পজিটিভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here