বগুড়ায় রাবার তৈরির কারখানায় নকল জুস উৎপাদন !

বগুড়ায় রাবার তৈরির কারখানায় নকল জুস উৎপাদন ! ছবি-দিপংকর

সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর, বগুড়া সদর প্রতিনিধি): বগুড়ায় বিসিক শিল্প নগরী এলাকায় রাবার তৈরির কারখানায় নকল জুস উৎপাদনের অভিযোগে এক কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরে বিসিক শিল্প নগরী এলাকার ‘ড্রাগন ফুড এন্ড বেভারেজ বাংলাদেশ লিমিটেড’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়।

Pop Ads

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এটিএম কামরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ,

বগুড়ার বিসিকের শিল্প নগরী কর্মকর্তা একেএম মাহফুজুর রহমান, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী প্রমুখ। অভিযানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here