রামগড়ে দুস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

রামগড়ে দুস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ। ছবি-এমদাদ খান

সুপ্রভাত বগুড়া (এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি): বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রামগড়ে করোনায় রোজগারহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রামগড় প্রেসক্লাব প্রাঙ্গনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, লবন, সুজি ও চিনি। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য মংপ্রু চৌধুরী।

Pop Ads

প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজী রিপন, রামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ , রামগড় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহসান উল্যাহ, নারী কাউন্সিলর মিসেস কনিকা বড়ুয়া।

অনুষ্ঠানে রামগড় প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন লাভলু, সাংবাদিক শুভাশিস দাশ, ফয়েজ আহমেদ মিলন, বাহার উদ্দিন, এমদাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরা করোনার এ দুর্যোগকালে রামগড়ে দরিদ্র মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত রাখতে সংস্থাটির প্রতি অনুরোধ জানান।

রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজী রিপন বৈশ্বিক করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিভিন্ন দুর্যোগকালে রেড ক্রিসেন্ট সোসাইটি বরাবরই মানবিক ভুমিকা রেখে আসছে।

তিনি খাগড়াছড়ির জেলার ৬টি উপজেলায় পরিচালিত ‘ইকোসেফ’ প্রকল্প রামগড়েও চালু করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানের সভাপতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক মংপ্রু চৌধুরী রামগড়ে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও সম্প্রসারিত করার দাবী জানান।

তিনি রামগড় প্রেসক্লাব প্রাঙ্গনে সুশৃঙ্খলভাবে দরিদ্রদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী সম্পন্ন করায় ব্যবস্থাপনায় নিয়োজিতদের ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here