বগুড়া নিউ মার্কেটে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল ): বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জনাব জিএম রাশেদুল ইসলাম এর নেত্বত্বে আজ সোমবার নিউ মার্কেটে দোকান গুলো স্বাস্থ্য বিধি মেনে চলছে কিনা ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করে মার্কেটিং চলছে কিনা তা পর্যবেক্ষণ করেন এবং সামাজিক দূরুত্ব না মানায় জরিমানা করেন।

নিউ মার্কেটের কিছু দোকানে সামাজিক দূরুত্ব বজায় না রাখায় এবং স্বাস্থবিদিনা মানায় জরিমানা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। তাদের বিরুদ্ধে দন্ডবিধি ২৬৯ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৪ ধারায় ৬টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করেন।

Pop Ads

বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করার সুবিধার্থে নিউ মার্কেটের একটি গেট দিয়ে বের হওয়া ও আরেকটি গেট দিয়ে প্রবেশ করবে বাকি গেট গুলি বন্ধ থাকবে।

মার্কেটে সীমিত ক্রেতার উপস্থিতি নিশ্চিত করতে মার্কেট কমিটিকে নির্দেশ প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন RAB-12। বগুড়া পৌরসভার কর্মকর্তা আব্দুল হাই ও পেশকার কঙ্কজ তিনি আরো বলেন জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here