বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চুমু দিয়ে ভাইরাল সেই পাগল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চুমু দিয়ে ভাইরাল সেই পাগল

বাঙালির ভাষা রক্ষার স্মৃতিবাহী মাসে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে চুমু দিয়ে এক পাগল ভাইরাল হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, কাউকে খাবার খেতে দেখলেই ওই পাগল হাত পেতে খাবার চাচ্ছেন। অনেকে খাওয়াচ্ছেন, কেউ কেউ খাবার না দিয়ে পাগলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছেন। শহীদ মিনারের বেদিতে সেই পাগল শুয়ে-বসে সময় কাটান।

Pop Ads

পাগল হলেও সে খুব সচেতন। বঙ্গবন্ধুর প্রতিকৃতি, শহীদ মিনার এবং চারপাশে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিচ্ছন্নতার সময় চুমু এবং সেলুট দিতে দেখা যায়। শহীদ মিনারে কেউ জুতা পায়ে ওঠার চেষ্টা করলেই ওই পাগল ধাওয়া করে।

এটি প্রতিভা মাল্টিমিডিয়ার বিশেষ গল্পের একটি নাটকের দৃশ্য। পাগলের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাসেল খান। ভাষা রক্ষার স্মৃতিবাহী মাসে রিলিজ হওয়া নাটকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চুমু দেওয়ার দৃশ্যটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

শহীদ মিনার বেদিতে জুতা পায়ে উঠলে বীর শহীদদের অবমাননা হয়, ‘চাই সচেতনতা’ নাটকের গল্পটি লিখেছেন সাংবাদিক নজরুল ইসলাম দয়া। ভিডিও সম্পাদনা করেছেন মশিকুল ইসলাম।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এমদাদুল হক, শিক্ষার্থী জুনাইদ, নাহিদ, হানজেলাসহ অনেকে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বর ও স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নাটকের শুটিং করা হয়।