বদলগাঁছী ব্যক্তিগত অর্থয়নে, সবজির দোকান করে,দিয়ে প্রতিবন্ধী পরিবারের হাসি ফুটালেন বদলগাঁছী ইউএনও

বদলগাঁছী ব্যক্তি গত অর্থয়নে, সবজির দোকান করে,দিয়ে প্রতিবন্ধী পরিবারের হাসি ফুটালেন বদলগাঁছী ইউএনও। ছবি-বুলবুল
সুপ্রভাত বগুড়া (বুলবুল আহম্মেদ ( বুলু) (বদলগাছী, নওগাঁ): নওগাঁর বদলগাছী দৃষ্টি প্রতিবন্ধী আবু সাঈদের পরিবারের মুখে হাসি ফুটাতে ব্যক্তিগত উদ্যোগে সবজির দোকান করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির। সেই সাথে আবু সাঈদকে নগদ দুই হাজার টাকাও প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নে চকতাহের গ্রামের বদলগাছী-আক্কেলপুর সড়কের চকতাহের যাত্রী ছাউনিতে সবজির দোকান করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, নির্বাচন অফিসার শেখ মো. শফি উদ্দিন, কোলা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন প্রমূখ।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির বলেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধী আবু সাঈদকে জীবিকার আয়ের উৎসের জন্য দোকান করে দেয়া হয়েছে।
এছাড়া সমাজসেবা কর্মকর্তা তার জন্য ভাতা এবং তার গর্ভবতী স্ত্রীর জন্য মার্তৃত্বকালীন ভাতার ব্যবস্থা করে দিয়েছে। উন্নত বাসস্থানের জন্য পরবর্তীতে আবু সাঈদকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত একটি ঘর উপহার দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here