মংলায় পশুর নদীতে ৫শ’ টন কয়লা নিয়ে লাইটার জাহাজ ডুবি !

মংলায় পশুর নদীতে ৫শ' টন কয়লা নিয়ে লাইটার জাহাজ ডুবি

সুপ্রভাত বগুড়া (গরম খবর): মোংলায় পশুর নদীতে ৫শ’ টন কয়লা নিয়ে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অতিরিক্ত পানির স্রোতে মঙ্গলবার দুপুরে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানায়, ৫শ’ মেট্রিক টন কয়লা বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে ক্রিক বয়া এলাকায় যাত্রা বিরতি করে লাইটার জাহাজ এমভি ইফসিহা মাহী।

Pop Ads

দুপুর সাড়ে ১২টার দিকে স্রোতের টানে অপর লাইটারেজ জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে তলা ফেটে কয়লাবাহী জাহাজটি ডুবে যায়।

এ সময় ওই জাহাজের মাস্টারসহ ১০ নাবিক সাঁতরে তীরে উঠে। মোংলা বন্দর লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু এতথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে বন্দরের হারাড়িয়া এলাকায় অবস্থানরত

একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে মঙ্গলবার সকালে ক্রিক বয়ায় বেধে রাখা হয় জাহাজটি। মঙ্গলবার বিকেলে জাহাজটি যশোরের নোয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বরেও জানান তিনি।