মাদারীপুর শিবচর কাওড়াকান্দি-মাওয়া ঈদ শেষে এখনো শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ঘরমুখো যাত্রীদের ভীড়

মাদারীপুর শিবচর কাওড়াকান্দি-মাওয়া ঈদ শেষে এখনো শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ঘরমুখো যাত্রীদের ভীড়। ছবি-শাহজালাল

সুপ্রভাত বগুড়া (গাজী শাহ্ জালাল মিয়া, মাদারীপুর শিবচর): শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট হয়ে দক্ষিনাঞ্চলের ঘরমুখো যাত্রীদের ভীড় এখনো রয়েছে। দক্ষিনাঞ্চলের যাত্রী চাপ চোখে পড়ার মতো। ইস্পিরিড বোট লঞ্চ টার্মিনালের কানায় কানায় ঘরমুখো যাএী দের বীড় রয়েছে। তবে এখনো কর্মস্থলমুখো যাত্রীদের চাপ বাড়েনি। ধীরে ধীরে বাড়ছে কাজে ফেরা যাত্রী সংখ্যা।

এদিকে পদ্মায় তীব্র স্রোতের কারনে এরুটে ফেরি চলছে মাত্র ভি আই পি নিয়ে ৭টি । এতে ঘাট এলাকায় শতাধিক পন্যবাহী ট্রাক আটকে পড়েছে। জানা যায়, ঈদ শেষে সোমবারও শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুট হয়ে ঘরমুখো যাত্রীদের ভীড় ছিল সকাল থেকেই সন্ধা ৬ টা পর্যন্ত কর্মস্থলমুখো যাত্রীদের ভীড় খুব বেশি ছিল না।

Pop Ads

এরুটে কর্মস্থলমুখো যাত্রী চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এদিকে পদ্মায় তীব্র স্রোতের কারনে এরুটে ফেরি চলছে মাত্র ৭টি। বিকল্প চ্যানেলের ভাটিতে পালেরচর হয়ে ফেরিগুলো ধারনক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে কোনমতে চলছে। প্রতিবারের ন্যায় এ ঈদেও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে ঘাট এলাকায় আনসার ভিডিপি পুলিশ, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

বিআইডব্লিউটিএর একাধিক টিম ঘাটে অবস্থান করছে। বিআইডব্লিউটিএর টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঈদ শেষে যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে ঘাট এলাকায় পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

প্রতিটি নৌযান ও যানবাহনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন শৃংখলা বাহিনী কাজ করছে। কোন অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে দেয়া হবে না। তাই যাত্রী দের নিশ্চিত গন্তব্যে স্থানে পৌঁছাতে শান্তি শৃঙ্খল ভাবে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here