মোদির বৈঠকে স্বামীকে নিয়ে ঢুকতে না পারায় তর্কে জড়ালেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান

সুপ্রভাত বগুড়া (বিনোদন): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্বামীকে নিয়ে দেখা করতে গিয়ে প্রাশাসনের লোকজন তাদের বাধা দিলে এক পর্যায় তর্কে জড়ান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়,  শুক্রবার (২২ মে) দুপুরে হেলিকপ্টারে দীর্ঘ একঘণ্টার সফরে আম্পান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।  এ সময় হেলিকপ্টারে তার সফর সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ও। 

Pop Ads

ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনা ঘুরে দেখেন। ‘আম্পান’ বিধ্বস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন করতে এলে বসিরহাট কলেজ লাগোয়া পিছনের মাঠে তৈরি অস্থায়ী একটি হেলিপ্যাড তৈরি হয়েছিল। সেখানেই নামেন তারা।

এরপর বসিরহাট কলেজেই বৈঠকে বসেন। সেই সময় স্বামী নিখিলকে নিয়ে কলেজে ঢোকার মুখে নুসরাতকে প্রথমে বাধা দেয়া হয়। তবে তিনি নিজেকে সংসদ সদস্য পরিচয় দেয়ার পর অনুমতি পান। 

কিন্তু তার সঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করেন নিখিলও। কিন্তু নুসরাতের স্বামী ও দুই ব্যক্তিকে ঢুকতে দেয়া হয়নি। নুসরাতকে এসপিজির পক্ষ থেকে জানানো হয়, ভিতরে কোনো রাজনৈতিক দলের বৈঠক হচ্ছে না, প্রশাসনিব বৈঠক হচ্ছে।

কোনও রাজনৈতিক দলের বৈঠক নয়। তাই সাংসদ অন্য কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। নুসরাত একথা শুনে বেশ চটে যান। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। তবে শেষ পর্যন্ত নিখিল অনুমতি না পেয়ে ফিরে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here