মোহাম্মদ নাসিমের মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি : শেখ হাসিনা

মোহাম্মদ নাসিমের মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি। ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (প্রচ্ছদ): আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোহাম্মদ নাসিমের মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শোক বার্তায় প্রধানমন্ত্রী জানান, জাতীয় চার নেতার অন্যতম, ক্যাপ্টেন এম মনসুর আলী মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন।

Pop Ads

সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।

আরেক শোক বার্তায় রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here