যাত্রা শুরু হলো লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান’র

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহরের স্থানীয় ম্যাক্স মোটেলে ‘লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান’ এর যাত্রা শুরু হলো। লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান’র চাটার্ড প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে আনুগত্যের শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়।

লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান’র উদ্বোধনীতে বোর্ড এন্ড জেনারেল মিটিংএ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব বগুড়ার রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস) লায়ন এম.এ মান্নান, লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়ার ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আব্দুল মবিন জিন্নাহ, লায়ন্স ক্লাব অব বগুড়া সিটির প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নুরে আলম চৌধুরী, লায়ন্স ক্লাব অব বগুড়া তন্ময়’র প্রেসিডেন্ট লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়ার প্রেসিডেন্ট লায়ন দেবদুলাল দাস।

Pop Ads

লায়ন্স ক্লাব অব বগুড়ার মহাস্থান’র সেক্রেটারী জিল্লুর রহমান শামীমের সঞ্চালনায় বোর্ড এন্ড জেনারেল মিটিংএ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হালিমা খানম, শহিদুল ইসলাম কাজল, মনজুর  আলম, ডিরেক্টর শাহান বারী, দিলবর রহমান, তাজিন আহমেদ, সৈয়দ শফিউল আলম, রোকনুজ্জামান মুন্সি, টেমার গোলাম রায়হান শরীফ, টেইল টুইস্টার রেজওয়ান আলী রানা, মেম্বার আব্দুল খালেক, মীর আব্দুর রাজ্জাক, হাসিবুর রহমান শুভ্র, নুরুদ্দিন মোহাম্মাদ সাব্বির, নাজমুল কাদির শিপন, আরমান পারভেজ সোহাগ, আব্দুস সালাম মানিক, খন্দকার আজমল হুদা, জাকিউল হক জীবন, হাসানুজ্জামান হাসান উপস্থিত ছিলেন।

লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান এর গঠনে যাদের অনুপ্রেরণা ও সহযোগিতা ছিল তারা হলেন, পিডিজি লায়ন মোজাম্মেল হক পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন মোঃ আনিসুর রহমান খান এমজেএফ, নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর ও রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার লায়ন খন্দকার কামরুল হাসান এমজেএফ।
বোর্ড এন্ড জেনারেল মিটিংএ অতিথিরা লায়নীজম অভিজ্ঞতা নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠান লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান’র চাটার্ড প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আতিকুর রহমান মিঠু জানান, আগামী ৭ সেপ্টেম্বর’২০ ঐতিহাসিক সাতমাথায় রক্তদান কর্মসূচি, করোনা প্রতিরোধে করনীয় লিফলেট বিতরণ ও দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ, ৮ সেপ্টেম্বর’২০ বৃক্ষরোপন কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here