রামগড় পৌরসভায় ৫০০ শিশু খাদ্য তুলে দিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

সুপ্রভাত বগুড়া (এমদাদ খান,রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি): রামগড় পৌরসভায় ৫০০ শিশুর মায়ের হাতে পুষ্টিকর খাদ্য  তুলে দিলেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ির মাননীয়  সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

কোমলমতি শিশুদের পুষ্টির যোগান দেয়ার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রাপ্ত উপহার শিশু খাদ্য বিতরণ এর শুভ উদ্বোধন করেন বুধবার (২০শে) মে সকাল ১১ টা,  রামগড় পৌরভবনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

Pop Ads

এই সময় তিনি শিশুদের জন্য সুজি, চিনি, দুধ,বিস্কিট  ইত্যাদি  খাবার শিশুদের মায়ের হাতে তুলে দেন। বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রাদূর্ভাব মোকাবেলায় মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জনদূর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছে। মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে মরে না মন্তব্য করে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল।

ত্রিপুরা এমপি বলেন, করোনা দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিশ্বের উন্নত দেশগুলোকেও ছাড়িয়ে গেছে। দলমতের উর্ধ্বে উঠে দেশের কর্মহীন হয়ে পড়া প্রতিটি মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা পারেন, তা আর কেউ পারেনা ৫০ লাখ হতদরিদ্র পরিবারের প্রতি মানবিক সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন।

শিশুখাদ্য গ্রহীতা শারমিন আক্তার বলেন, এই দুর্যোগের সময় নিজেদের খাবার জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় আছি , তার উপর সন্তানের খাবার জোগাড় করা কষ্টসাধ্য ছিল। এই সময় প্রধানমন্ত্রী শিশু খাদ্য সহায়তা পেয়ে উপকৃত হলাম। আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এমন মহতী উদ্যোগ গ্রহণ করার।

জন্য শিশুখাদ্য বিতরনের সময় রামগড় পৌরসভা মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন বলেন, করোনা পরিস্থিতিতে মাননীয়  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও আমার ব্যাক্তিগত বরাদ্ব পৌরসভার সকল কাউন্সিলর,কর্মকর্তা, কর্মচারীদের সাথে  নিয়ে মানুষের মাঝে সঠিকভাবে বন্টন করার চেষ্টা করেছি।

শিশু খাদ্য বিতরণকালে  অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম  সম্পাদক মংশেপ্রু চৌধুরী অপু,

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন দে, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মাদ সামছুজ্জামান ও সাবেক ভাইস চেয়ারম্যান মংশাপ্রু কার্বারী ও পৌর কাউন্সিলর বৃন্দু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here