রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের’র স্বজনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

রামগড়ে শহীদ ক্যাপ্টেন কাদের'র স্বজনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ। ছবি-এমদাদ
সুপ্রভাত বগুড়া (এমদাদ খান, রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি): রামগড় প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর স্বজনদের পক্ষ করোনায় রোজগারহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) রামগড় প্রেসক্লাব ভবনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার দরিদ্র মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন এলাকার ৪০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, লবন, আলু, তেল, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়।
মুক্তিযুদ্ধে খাগড়াছড়ির মহালছড়িতে পাকবাহিনী সাথে সম্মুখযুদ্ধে শাহাদাৎ বরণকারী ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম’র আমেরিকা প্রবাসী স্বজনদের পক্ষ থেকে রামগড়ের অসহায় দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হয়। তাঁদের পক্ষ থেকে রামগড় প্রেসক্লাবের ব্যবস্থাপনায় সোমবার ৪০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড়স্থ শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তাহের মুহাম্মদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (সাবেক) মোঃ নিজাম উদ্দিন লাভলু, সাংবাদিক শুভাশিস দাশ, ফয়েজ আহমেদ মিলন, বাহার উদ্দিন, এমদাদ খান, মোঃ নুরুল আলম শরীফ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here