শাজাহানপুরে ভুমিদস্যুদের ধরতে মাঠে ভুমি কর্মকর্তা

শাজাহানপুরে ভুমিদস্যুদের ধরতে মাঠে ভুমি কর্মকর্তা। ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে দিনদিন বৃদ্ধি পেয়েছে ভুমিদস্যুতা। তাদের বেপরোয়া কর্মকান্ডে উপজেলার কৃষি ভুমিগুলো একের পর এক উজার হচ্ছে। এসব ভুমিদস্যুরা সাংবাদিক, প্রশাসন এমনকি নির্বাহী কর্মকর্তাকেও তোয়াক্কা না করে রাতের আধারে শুরু করেছিল কৃষি জমির মাটি কাটা। বিষয়য়টি টের পেয়ে এসব ভুমিদস্যুদের ধরতে মাঠে নেমেছেন শাজাহানপুর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা আশিক খান।

এরই ধারাবাহিকতায় গত দুদিনে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তিনি অবৈধ ভাবে মাটির কাটার দায়ে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন (৩১) সহ দুই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। যুবদল নেতা রিপন উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে এবং অপরজন উপজেলার লক্ষিকোলা গ্রামের মৃত লুতফর রহমানের ছেলে আনোয়ারুল হক (৪৫)।

Pop Ads

এছাড়া পৃথক অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটির কাটার দায়ে খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের হামেদ আলীর ছেলে সাইদী হাসান (২২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড এবং অপরজন একই ইউনিয়নের মৃত নাসের আলীর ছেলে আব্দুল হাকিম (৪৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার ৯ ডিসেম্বর নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ গ্রামে রঙ্গিলা ঘাটের পাশে অভিযান চালানো হয়। এসময় চালক সহ মাটি বহনকারী দুটি ট্রাক আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (খ) ধারা লঙ্ঘনে ১৫ (১) ধারা মোতাবেক অবৈধ মাটি ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক রিপন ও আনোয়ারুল হক নামে দুই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে কৃষিজমি উজার করে অবৈধ মাটি ব্যবসায়ীদের দাপটের সংবাদ গণমাধ্যমে প্রকাশ করায় সাংবাদিক ও সহকারী ভুমি কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট আশিক খান এর এ ধরনের পদক্ষেপে ভুয়সী প্রশংসা করেছেন উপজেলার সাধারন জনগন।