শীত বাড়তে পারে ডিসেম্বরের  শেষে

11
শীত বাড়তে পারে ডিসেম্বরের  শেষে

দেশে কিছুদিন ধরেই শীতের তীব্রতা মোটামুটি একই রকম আছে। আবহাওয়া অফিস বলেছে, আগামীকাল বুধবার পর্যন্ত তাপমাত্রা তেমন বাড়া বা কমার সম্ভাবনা নেই। পরদিন বৃহস্পতিবার সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।

ফলে সামগ্রিকভাবে আগামী কিছুদিন শীতের তীব্রতা বাড়ার তেমন সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। তবে চলতি মাসের (ডিসেম্বর) শেষের দিকে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

Pop Ads

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘২১ ডিসেম্বর পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা তেমন বাড়া বা কমার সম্ভাবনা কম। ২১ তারিখ (বৃহস্পতিবার) তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর সারা দেশে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। আকাশে কিছু মেঘ জড়ো হয়েছে। মূলত এর প্রভাবেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’
সব মিলিয়ে আগামী কিছুদিন শীতের তীব্রতা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানান মনোয়ার হোসেন।