সীমান্তে আর চীন ও পাকিস্তানের উত্পাত সহ্য করবে না ভারত

সীমান্তে আর চীন ও পাকিস্তানের উত্পাত সহ্য করবে না ভারত ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): সীমান্তের উত্তেজনায় সব সময় অস্থীর থাকতে হয়। তাই সীমান্তে আর চীন ও পাকিস্তানের উত্পাত সহ্য করবে না ভারত।

এবার দুই প্রতিবেশী দেশের সঙ্গে লাগোয়া সীমান্তে নতুন প্রহরী মোতায়েন করা হবে জানা যাচ্ছে। কে সেই নতুন প্রহরী? সেই নতুন প্রহরী যেমন চালাক, তেমনই শক্তিশালী।

Pop Ads

এমকিউ-৯ রিপার ড্রোন। জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই রিপার ড্রোন কিনতে যাচ্ছে ভারত।

এই এমকিউ-৯ রিপার ড্রোন-এর মাধ্যমেই কয়েক মাস আগে বাগদাদে ইরানের জেনারেল কাশিম সুলেমানিকে হত্যা করেছিল আমেরিকা। কেউ কিছু বোঝার আগেই কাজ শেষ করে ফিরে এসেছিল এই ড্রোন।

এই রিপার ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিমি বেগে ছুটতে পারে। ৫০ হাজার ফিট উঁচুতেও উড়তে পারে। এমনকী, রাডারের নজর এড়াতেও সক্ষম এই বিশেষ ড্রোন।

নিজের সঙ্গে প্রায় ৪৮০০ কেজি অস্ত্র ও বিস্ফোরক বোঝাই করতে পারে এমকিউ-৯ রিপার ড্রোন।

চীনের সঙ্গে সীমান্তে সাম্প্রতিক ঝামেলার পরই ভারত এই অস্ত্র কেনার দিকে ঝুঁকেছে। জানা গিয়েছে, সীমান্তের বহু বিপদসঙ্কুল ও বন্ধুর জায়গায় বায়ুসেনা পৌঁছতে পারে না।

সেখানে এই ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। প্রয়োজনে আক্রমণ করবে এই এমকিউ-৯ রিপার ড্রোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here