হরিপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

5
হরিপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি প্রধান দেশ, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি খাতে বাংলাদেশ আজ অনেক এগিয়ে।

এরই ধারাবাহিকতায় দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী উপলক্ষে আজ ২৯ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া প্রধান পাড়ায় হরিপুর ঠাকুর গাঁও কৃষি সম্প্রসারণের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ হাফিজুর রহমান প্রধান,এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসার, হরিপুর উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ রুবেল হোসেন বিভিন্ন অংগ সংগঠনের ব্যাক্তিবর্গ।

Pop Ads

এসময় বক্তারা বলেন
মাঠ দিবস এমন একটি প্রক্রিয়া, যা মাঠের মধ্যেই আনুষ্ঠানিকতার মাধ্যমে উপস্থিত কৃষকদের ফল সম্পর্কে ধারণা দেয়। কৃষকদের ফলের সঙ্গে যুক্ত রেখে পরবর্তী কৃষিকাজে অংশগ্রহণ নিশ্চিত করে। এখানে কৃষককে প্রদর্শনীয় স্থান পরিদর্শন, কী প্রযুক্তির প্রদর্শনী হচ্ছে সে সম্পর্কে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। নতুন প্রযুক্তি নিজের খামারে পরীক্ষা করে দেখার সুযোগ করে নেওয়ার দিবসও এটি। মাঠ দিবস কৃষকদের একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেয়। উক্ত সভায় কৃষকদের মধ্যে হতে কৃষক সওকত আলী প্রধান বলেন নতুন নতুন ফসলে কৃষক উৎসাহিত হচ্ছে আমি নিজেই কাপসিকাম জাতের নতুন সবজি চাষ করেছি যার বর্তমান বাজার মুল্য কেজি প্রতি ২০০-২৫০টাকা যা খরচের তুলনায় লাভ বেশি।

কৃষি অফিসার জনাব মোঃ রুবেল হোসেন কৃষকদের উদ্দেশ্য বলেন আধুনিক প্রযুক্তিতে দেশ আজ এগিয়ে উদ্ভভাবন হচ্ছে নতুন নতুন জাতের সবজি ধান, আমরা এই উওর অঞ্চলের মানুষ বর্তমানে ধান এবং অন্যান্য ফসল বাদ দিয় ভূট্রা চাষে আগ্রহ বাড়াচ্ছি আমাদের উচিত ভুট্টা চাষের পাশাপাশি উন্নত জাতের ধান এবং সবজি চাষ করা যেমন ক্যাপসিকাম, রঙ্গিনফুল কপি, রঙ্গিনবাধা কপি ইত্যাদি। তাছাড়া আমাদের সবার উচিত জমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমানো জৈব প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং জৈব সারের ব্যবহার বাড়ানো।