“কেজিএফ-টু” মুক্তির পূর্বেই বাহুবলি-টু’র রেকর্ড ভেঙ্গেছে !

সুপ্রভাত বগুড়া (বিনোদন): আগামী ২৩ অক্টোবর বিশ্বব্যাপী ‘কে.জি.এফ-টু’ মুক্তির কথা রয়েছে। কিন্তু গুঞ্জন উঠেছে, করোনা মহামারির কারণে এই তারিখ পরিবর্তন হতে পারে। তবে মুক্তির আগেই রেকর্ড গড়তে শুরু করেছে সিনেমাটি।

ভারতের অন্যতম সাড়া জাগানো ‘বাহুবলি-টু’ সিনেমার রেকর্ড ভেঙেছে এটি। চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কে.জি.এফ-টু’। সম্প্রতি ১২০ কোটি রুপিতে এটির টিভি স্বত্ব বিক্রি হয়েছে।

Pop Ads

এছাড়া জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ৫৪ কোটি রুপিতে এর ডিজিটাল স্বত্ব কিনেছে। এর আগে ১১৮ কোটি রুপিতে  ‘বাহুবলি-টু’ সিনেমার টিভি স্বত্ব বিক্রি হয়েছিল।   

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, লকডাউনের ঘোষণার আগেই শুটিংয়ের কাজ শেষ হয়েছে। কিছু অংশের শুটিং বাকি রয়েছে।

কর্ণাটক সরকার অনুমতি দিলেই আমরা পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করব।’ এর আগে ২০১৮ সালে মুক্তি পায় ‘কে.জি.এফ-চ্যাপটার ওয়ান’। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে।

‘কে.জি.এফ- টু’’ সিনেমাটি পাঁচটি ভাষায় মুক্তি দেয়া হবে। এবার চমক হিসেবে থাকছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আধীরা চরিত্রে দেখা যাবে তাকে।

এই সিনেমা পরিচালনা করছেন প্রশান্ত নীল। সঞ্জয়-যশ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— অচ্যুত কুমার,নাসের,অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here