আগামীকাল থেকে প্লেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু

সুপ্রভাত বগুড়া (প্রচ্ছদ): করোনা মহামারী পরিস্থিতিতে বিমানে যাত্রী পরিবহনে যে বিধিনিষেধ ছিল তা তুলে নেয়া হয়েছে। আগামীকাল রবিবার থেকে অভ্যন্তরীণ রুটে প্লেনে শতভাগ যাত্রী পরিবহন করা যাবে।

শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

Pop Ads

তিনি বলেন, আগামীকাল (রবিবার) থেকে অভ্যন্তরীণ রুটে বিমানে যাত্রী পরিবহন শিথিল করা হয়েছে। আগে প্রতিটি বিমানে ৭৫ ভাগ আসন খালি রেখে যাত্রী পরিবহন করা যেত, এখন সেটি শিথিল করা হয়েছে।

তবে প্রতিটি বিমানের ফ্লাইটের সামনে অথবা পেছনে দুটি সারির সবকটি আসন খালি রাখতে হবে বলে জানান মফিদুর রহমান। তিনি বলেন, বাকি সব আসনে যাত্রী পরিবহন করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই ফেসগার্ড দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here