আগামীকাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

সুপ্রভাত বগুড়া (জাতীয়): আসন্ন নতুন অর্থবছরের (২০২০-২১) জন্য জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট সোমবার (৮ জুন) অনুমোদন করা হবে।

সকাল ১১টায় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের ৩১তম কমিশন বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হবে।

Pop Ads

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সংসদ কমিশনের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

জানা যায়, কমিশনের বৈঠকে সংসদ সচিবালয়ের বাজেট ছাড়াও সিনিয়র সচিবের কার্যালয়ের জন্য আপ্যায়ন ভাতা বৃদ্ধি, সংসদের নিয়োগ বিধিমালা সংশোধনসহ বিভিন্ন এজেন্ডা রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত অর্থবছরে সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩২৮ কোটি ২২ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here