এ বছর ঠোঁট সাজবে কোন রঙে?

11
এ বছর ঠোঁট সাজবে কোন রঙে?

নতুন বছরে পোশাক থেকে বিউটি ট্রেন্ড কেমন হবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ফ্যাশনপ্রেমিদের। প্রতি বছর বছর সাজপোশাকে কিছু পরিবর্তন আসেই। এ বছরও এর ব্যতিক্রম নয়। নতুন বছর ঠোঁট রাঙবে কেমন রঙে কিংবা কি হবে এ বছর লিপস্টিক ট্রেন্ড তা জেনে নিন-

ঝকঝকে প্যাস্টেল পিংক
কিছু রঙ সবসময়ের জন্য প্রস্তুত করে তোলে, তেমন একটি রঙ হচ্ছে প্যাস্টেল পিংক।

Pop Ads

বনধুদের আড্ডা থেকে শুরু করে অফিস, সর্বত্রই এ রঙের জয়জয়কার। পাউডারি প্যাস্টেল পিংক এ বছর রাজত্ব করবে বলেই বিশ্বব্যাপি ফ্যাশনবোদ্ধারা ভাবছেন।
চমকপ্রদ বেগুনীতে বোল্ড লুক
লিপস্টিক বাছাই করার ক্ষেত্রে কিছু ব্যতিক্রমি রঙ বেছে নেয়াই নাকি সাজের ক্ষেত্রে সাহসী পদক্ষেপ। সেসব রঙের মধ্যে বেগুনী বা এর ভিন্ন ভিন্ন শেড রয়েছে সবার প্রথমে।

বলা হচ্ছে এ বছর দাপিয়ে বেড়াবে এ রঙ। ফ্যাশনপ্রেমিরা বোল্ড লুকের জন্য বেছে নিবেন বেগুনী বা এর যেকোন শেড।
বাদামি নাকি ন্যাচারাল
প্রাচীনকাল থেকেই ঠোঁটে মাখা নানা রঙের লিপস্টিকের মধ্যে সবচেয়ে সমাদৃত হওয়া রঙ হচ্ছে বাদামি। এ রঙকে বলা হয় চিরসবুজ।

কেননা সবসময়ের জন্য, সব পরিবেশেই , সবরকম ত্বকে এটি ভীষণভাবে মানিয়ে যায়। বিশ্বব্যাপি ফ্যাশন স্পেশালিস্টদের মতে, ২০২৪ এ এ রঙ বরাবরের মতই নিজের অবস্থান ধরে রাখবে।
সার্বজনীন লাল
বলা হয়, লাল রঙ কখনো আবেদন হারায় না। হোক সেটি পোশাকের ক্ষেত্রে কিংবা লিপস্টিক। প্রতিবছরই এ রঙ সাজপোশাকে বিরাজ করে এর নতুন নতুন রূপ নিয়ে।

আত্মবিশ্বাস যোগাতেও লাল রঙের প্রতিদ্বন্দী নেই।
কালচে মেরুন রাজ করবে
কিছুটা ভিন্টেজ লুক তৈরিতে অনেকেই ডার্ক মেরুন লিপস্টিক বেছে নেন। এটি নির্বিশেষে সবার পছন্দের তালিকায় না থাকলেও চট করে কোন রঙের লিপস্টিক বেছে নিতে হলে এটা সবচেয়ে সুবিধাজনক রঙ। কেননা যেকোন রঙের পোশাকের সঙ্গেই চমৎকার মানিয়ে যায়। এ বছর এ রঙও থাকবে বিউটি ট্রেন্ডে।

গ্লসিই নতুন ট্রেন্ড
ঠোঁটে গ্লসি ব্লাস টোন তৈরি করা নতুন ট্রেন্ড হিসেবে পরিচিতি পেয়েছে। এ বছর এ ট্রেন্ড তরুণীদের মধ্যে ভীষণ জনপ্রিয়তা পাবে বলেই ভাবছেন ফ্যাশনবোদ্ধারা। এটি মূলত যেকোন ব্লাশ কালারকে ঠোঁটে মেখে নিউট্রাল কালারের লিপ গ্লসের মাধ্যমে গ্লসি ভাব তৈরি করা। যা সবসময় ফ্রেশ লুক তৈরি করবে।

টিন্টেড লিপবামের জয়জয়কার
পুরো বিশ্বই এখন যতটা না হলেই না কিংবা মিনিমাল জীবনযাপনে অভ্যস্ত হওয়ার চলকে প্রাধান্য দিচ্ছে। সেদিক থেকে বিবেচনায় টিন্টেড লিপবাম যেন একদমই যুতসই। কেননা একদম প্রাকৃতিক লুক দিতে পারে এমন রঙ এবং ঠোঁটের ময়েশ্চারাইজার ধরে রাখার কাজ একইসঙ্গে করতে সক্ষম এ লিপবাম। তাই এটিই যুগোপযোগীও যথার্থ।