ঢাকার ধামরাই একটি শব্দ একটি নাম গরীব দুঃখী মানুষের পাশে সবসময় আছেন থাকবেন ক্ষুদ্র সেবা সংগঠন

সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি): ধামরাইয়ের চৌহাট ইউনিয়নে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ।ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেন ক্ষুদ্র সেবা সংগঠন ধামরাই থানাধীন চর চৌহাট এর মানবিক সংগঠন ক্ষুদ্র সেবা উন্নয়ন প্রায় ৬০ টি পরিবার কে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

গতকাল তারা নিজস্ব উদ্যোগে ধামরাই এর গোমগ্রাম খোলাবাড়ী, চর চৌহাট, চৌহাট, বালিয়া, দুনিগ্রাম সহ বেশ কিছু এলাকায় থেকে তাদের সদস্য দের দ্বারায় এসব এলাকা থেকে অসচ্ছল পরিবার কে খুজে বের করে একটি নামের তালিকা তৈরি করে, পরে উক্ত নামের তালিকা অনুযায়ী তারা মহিলা ও পুরুষ সদস্য দের উপলক্ষে ওই পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করে।

Pop Ads

এসময় ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জনাব জানি আলম সৌরভ বলে আমাদের সংগঠন এর সদস্য বৃন্দ নানা এলাকার হওয়ার আমরা অনেক শক্তিশালী ও যে কোন কাজ সমাপ্ত করতে পারি, খাদ্য সামগ্রী গুলো নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার জন্য সংস্থার সকল সদস্য দের ও যারা সবসময় অর্থ দিয়ে সহযোগিতা করে তাদের কে ধন্যবাদ জনায় উক্ত সংগঠন এর ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব উমর ফারুক,

সবশেষে ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থার সভাপতি গোলাম রাব্বি হোসেন সবুজ বলে এই করোনা ভাইরাস পরিস্থিতিতে শুধু নয় ক্ষুদ্র সেবা উন্নয়ন সংস্থা সবসময় আছে, এটা মানুষের পাশে দাঁড়ানোর জন্যই প্রতিষ্ঠিত করা হয়েছে, আর অসচ্ছল পরিবারের জন্য আমাদের খাদ্য সহয়তা সবসময় অর্বাহত থাকবে, আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here