দ্বিতীয় টেস্টে জয় পেতে বাংলাদেশকে করতে হবে ৪৩৭ রান !

দ্বিতীয় টেস্টে জয় পেতে বাংলাদেশকে করতে হবে ৪৩৭ রান ! ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট পড়ে যেতেই ইনিংস ঘোষণা করল শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে তখন তাদের সংগ্রহ ১৯৪। ফলে পাল্লেকেলের দ্বিতীয় টেস্টে জয় পেতে বাংলাদেশকে করতে হবে ৪৩৭ রান।

বাংলাদেশ ইতোমধ্যেই ব্যাটিংয়ে নেমেছে। তামিম ইকবাল এই ইনিংসেও দুরন্ত সূচনা করেন। কিন্তু ৯২ এর উপরে স্ট্রাইক রেটে খেলা তামিম ফেরেন মাত্র ২৪ রানে।

Pop Ads

দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করেছেন তাইজুল ইসলাম। ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে অধিনায়ক দিমুথ করুনারত্নের ব্যাট থেকে।

এ ছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ৪১ রানর করেছেন। পাথুন নিশাঙ্কা আর নিরোশান ডিকভেলা—দুজনই করেছেন ২৪।

তাইজুলের ৫ উইকেট ছাড়াও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ আর সাইফ হাসান।