নিষিদ্ধ ট্যাবলেট পেন্টাডল,তাপেন্টা ইয়াবার বিকল্প,নেশা ছড়িয়ে পড়ছে সব খানে !

সুপ্রভাত বগুড়া (বুলবুুল আহম্মদ ( বুলু)বদলগাঁছী : নওগাঁ, মাদকের বিকল্প হিসাবে নিষিদ্ধ ব্যাথানাশক ট্যাবলেট কে,বেঁচে নিচ্ছে, মাদকসেবীরা এতে বদলগাঁছী উপজেলা কিছু কিছু এলাকায় ব্যাথানাশক ট্যাবলেটের চাহিদা, ব্যাপক ভাবে,বেড়েই চলছে পুলিশের মাদক বিরোধী তৎপরতায় ইয়াবা হেরোইন ফেন্সিডিলের দাম বেড়ে যাওয়ায় কম দামের এসব ট্যাবলেট মাদকসেবীদের কাছে জন প্রিয় হয়ে উটেছে, এ সুযোগে চিকিৎসকের ব্যাবস্হাপএ ছাড়াই এসব ট্যাবলেট, অবাধে বিক্রয় হচেছ ফার্মেসি গুলোতে, জানা যায় মাদকের বিকল্প পথ হিসাবে মৃলত সব ধরনের ব্যাথানাশক, ট্যাবলেটর চাহিদা।

মাদকাসক্তদের কাছে,বেশ কিছু ঔষুধ কম্পানি ব্যাথানাশকের নামে, কৌশলে নেশা জাতীয় ট্যাবলেট বাজার জাত করছে,এসব ঔষুধ সেবন করলে,ব্যাথার পাশাপাশি ঘুম ও নেশার চাহিদা বাড়ে, মিঠাপুর বাজারের এক মাদকসেবীর সঙ্গে কথা বলে জানা যায়, ঔষুধ কম্পানি বিভিন্ন কর্মকর্তাদের মাধ্যমে গোপনে বদলগাঁছী উপেেজলাতে বিভিন্ন ঔষুদের দোকান গুলোতে এমন প্রচারণা চালানো হচেছ,।

Pop Ads

মাদকাসক্ত দের চাহিদার বিষয়টি লক্ষ্য করে,বিভিন্ন কম্পানি ভিন্ন ভিন্ন নামে ব্যাথানাশক ট্যাবলেট বাজারে ছেড়েছে অনুসন্ধান করে,জানা গেছে দিনের চেয়ে রাতে এসব ট্যাবলেটের চাহিদা অনেক গুন বেড়ে যায়,তাই প্রতিদিন সন্ধ্যা হলেই ঔষুদের দোকান গুলোতে মাদকসেবী দের আনা গোনা বাড়তে থাকে,তারা ঔষুদের দোকান থেকে অবাধে নিষিদ্ধ ব্যাথানাশক ট্যাবলেট কিনে সেবন করে,এ সব ট্যাবলেট চলতি বছরের ( ১০) জুলাই সরকার নিষিদ্ধ ঘোষনা করেছে,এর পরও কিছু অসাধু ঔষুধ ব্যাবসায়িক বেশি মুনাফা আশায় মাদক সেবিদের কাছে,গোপনে এসব ট্যাবলেট বিক্রয় করছ।

ব্যাথানাশক ট্যাবলেট কিনতে আাশা একাধিক সেবনকারী জানান প্রশাশনের কঠোর তৎপরতায় বাজারে ইয়াবা হেরোইন সহ সব ধরনের মাদকের সংকট, সৃষ্টি হয়েছে,দামও অনেক চড়াও, তাই ইয়াবা বিকল্প হিসাবে এগুলো সেবন করতেছি, এর মধ্যও একটিতে হুব হুব হিরোইনের স্বাদ পাওয়া যায় বাঁকী সব ট্যাবলেটে ইয়াবার মতো নেশা হয়, ব্যাথানাশক ট্যাবলেট সেবনে ঘুম হওয়ার সঙ্গে এক ধরনের অনুভৃতি পাওয়া যায়।

নাম না করার শর্তে একাধিক ঔষুদের দোকানের মালিক বলেন,বর্তমানে মাদকসেবী দের, কাছে ব্যাথানাশক ট্যাবলেট আসাক্ত বেশি চাহিদার কারনে,এসব ট্যাবলেটর খুচরা মৃল্য ২৫/৩০,টাকা হলেও বর্তমানে প্রতি পিস,ট্যাবলেট ২৫০/৩০০ টাকা দামে, বাজারে বিক্রি হচেছ,। বদলগাঁছী উপজেলার বিভিন্ন ঔষুদের দোকানে ড্রাগ লাইসেন্স ও নেই,। তাদের, প্রশাশনের প্রতি নেক দৃষ্টি কামনা বদলগাঁছী মিঠাপুর এলাকাবাসীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here