বগুড়ার মহিষাবান ও বালিয়াদিঘী ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন

বগুড়ার মহিষাবান ও বালিয়াদিঘী ইউনিয়নে টিসিবি'র পণ্য বিক্রয়ের উদ্বোধন

রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী ও বালিয়াদিঘী ইউনিয়নে ৫ এপ্রিল সকালে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন , ইউপি সদস্য সুলতান মাহমুদ, নুরুল ইসলাম বাটুলসহ অনেকে। মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাইয়ুম সরকার বলেন, ইউনিয়নব্যাপী ১৪৩৭ জন সুবিধাভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম চলছে।

অপরদিকে উপজেলার বলেদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলি ফকিরের উপস্থিতিতে বিক্রয় কার্যক্রম চলে। বিক্রয়কালে তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও টিসিবির পণ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বালিয়াদিঘী ইউনিয়নে স্বল্প মূল্যে বিক্রয় কার্যক্রম চলছে।

Pop Ads

আমাদের চাওয়া সব সময় সকল সুবিধাভোগী তাদের ন্যায্য পাওনা যেন নির্বিঘ্নে পায় সেই প্রচেষ্টা চালানো। এ সময় ইউপি সদস্য  তসলিম উদ্দিন হোতা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জে এইচ জনি সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

মা ট্রেডার্স এর পরিচালক বাবুল হোসেন জানান, ইউনিয়নের ১০৬৭ জন সুবিধাভোগীদের মাঝে এই টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই টিসিবি পণ্য সুবিধাভোগীরা ২ কেজি সয়াবিন তেল , ১কেজি চিনি , ২ কেজি মসুর ডাল ৪২০ টাকায় পাচ্ছেন।