বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান রনি’র অকাল মৃত্যু!

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান রনি'র অকাল মৃত্যু!

স্টাফ রিপোর্টার: বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান রনি (৩৩) মারা গেছেন। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে।

জানা যায়, গত ১৮ জুলাই সন্ধ্যার আগে কয়েকজন দুর্বৃত্ত রনির বাড়ির সামনে এসে ফোনে তাকে ডেকে বের করে। এরপর বাড়ির সামনেই রনিকে ছুরিকাঘাত করে। এ সময় রনির ভাগ্নে রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

Pop Ads

এরপর রক্তাক্ত অবস্থায় দুজনকেই মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ আটদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় রনির বড় বোন শারমিন আকতার রুমা পরদিন গত ১৯ জুলাই বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ রাকিব নামের একজনকে গ্রেপ্তার করে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here