বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে শোক আর শ্রদ্ধায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে শোক আর শ্রদ্ধায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।- সুপ্রভাত বগুড়া

স্টাফ রিপোর্টার: করোনা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে শোক আর গভীর শ্রদ্ধায় বগুড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। জাতীয় পতাকা অর্ধনমিত,কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, অনলাইনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

Pop Ads

সকালে বগুড়া জেলা আওয়ামীলীগ শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তোলন করে।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সাতমাথায় মুজিবমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুযাল আলোচনা সভা করা হয়।

এ ছাড়াও বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, জেলা পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করেছে।

বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদাভাবে শোক দিবসের কর্মসূচী পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here