বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত মৃত্যুর আগে গুগলে যা খুঁজছিলেন

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত মৃত্যুর আগে গুগলে যা খুঁজছিলেন ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (বিনোদন): বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন গত ১৪ জুন। এর আগে বেশ কয়েকটি জিনিস ও নাম গুগলে খুঁজে দেখেন অভিনেতা।

তার মোবাইল ও ল্যাপটপ পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে। জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহ্যার কয়েক ঘণ্টা আগে ‘যন্ত্রণাবিহীন মৃত্যু কীভাবে হয়’ কি ওয়ার্ডে গুগলে তা খুঁজে দেখেছিলেন সুশান্ত।

Pop Ads

সেই সঙ্গে গুগলে নিজের নামও খুঁজে দেখেন তিনি। এমনই তথ্য দিয়েছে মুম্বাইয়ের পুলিশ কমিশনার।পাশাপাশি সাবেক ম্যানেজার দিশা সালিয়ান ও মানসিক অবসাদ লিখে সার্চ দেন তিনি।

প্রসঙ্গত, সুশান্তর আত্মহত্যার কিছুদিন আগেই একটি ভবনের ১৪তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন দিশা। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুশান্ত জানান, তিনি একদম ভেঙে পড়েছেন।

এর সঙ্গে তার আত্মহত্যার সম্পর্ক আছে বলে সন্দেহ করছেন তদন্ত সংস্থার অনেকে।এদিকে যদি প্রয়োজন পড়ে তাহলে সুশান্তর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে বিহার পুলিশের পক্ষ থেকে।

সম্প্রতি সুশান্তের বাবার দায়ের করা এফআইআর ধরে মুম্বাই এসেছে পাটনার পুলিশের কয়েকজন সদস্য।

সুশান্তের মৃত্যুতে অযথা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

মুম্বাই পুলিশ যেখানে ঘটনার তদন্ত করছে, সেখানে সিবিআইকে ডাকার কোনও প্রয়োজন পড়ে না বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ১৪ জুন সকালে জুসের গ্লাস নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুশান্ত। দুপুর বেলা তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here