শাহজালালে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

6
শাহজালালে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।
রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এমিরেটস এয়ারলাইনসের বিমানে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতর জানায়, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন শেষ করা পর ঊঐ০৭৩৮৪০২ নম্বর পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা।

Pop Ads

তারা আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।