শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। ছবি-বাপ্পী
সুপ্রভাত বগুড়া (অভিজিৎ বাপ্পী শিবগঞ্জ প্রতিনিধি): ১৫ আগস্ট, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পকস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
এসময়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী। পরে অডিটোরিয়ামে দোয়া ও মিলাদ মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত নিয়ে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে  বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
অপরদিকে  বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর মুরালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পুষ্পকস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, এমদাদুল হক এমদাদ, আলহাজ্ব আমিনুল হক দুদু, যুবলীগ নেতা খ.ম শামীম সহ কৃষক লীগ, যুবলীগ,শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে পুষ্পক স্তবক অপূর্ন করেন।
দূপূরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সভাপতির কার্যালয়ে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া খায়ের শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, আওয়ামীলীগ নেতা শ্রী গোপাল চন্দ্র মোহন্ত, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক, যুবলীগ নেতা আব্দুস ছাত্তার।
এদিকে শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বরে মিলাদ ও দোয়া খায়ের শেষে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পক স্তবক অপূর্ন করেন মেয়র তৌহিদুর রহমান মানিক। পরে পৌর সভা চত্বরে গরীব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজের  উদ্যোগে কলেজ চত্বরে বঙ্গবন্ধুর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
এর পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ শাহাজাদা চৌধুরী, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, উপাধ্যক্ষ আশরাফুজ্জামান মন্টু। অপরদিকে কিচক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাজার মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাহফিরাত কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, মিজানুর রহমান, আনসার আলী, যুবলীগ নেতা মাহমুন পাটোয়ারী। এদিকে উপজেলা ইসলামী ফাউন্ডেশন ও গণপুর্ত বিভাগের আয়োজনে নির্মাণাধীন উপজেলা কেন্দ্রীয় মসজিদ চত্বরে বঙ্গবন্ধুর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, গণপুর্ত বিভাগ এর প্রকৌশলী রেজাউল করিম, মেসার্স কাজী এরফানুর রহমান ম্যানেজার নাসির আহমেদ, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার রুহুল আমিন, একরামুল হক বাবু, মঞ্জু মিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here