জসীম মাহমুদ সোনাপুর উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত

জসীম মাহমুদ সোনাপুর উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি: ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসীম মাহমুদ। গত ১৫ মার্চ সোনাপুর উচ্চ বিদ্যালয়ের অবিভাবক কমিটি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে অনুমোদন লাভ করে।

আজ সকাল ১১ ঘটিকায় অনুমোদিত অবিভাবক কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে দাতা সদস্য নজরুল ইসলাম মানিক বিদ্যুৎসাহী সদস্য পদে সাংবাদিক জসীম মাহমুদ’র নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব মিটিংয়ে উপস্হিত সবাই সমর্থন করায় একক প্রার্থী হিসাবে জসীম মাহমুদ বিদ্যুৎসাহী সদস্য পদে নির্বাচিত হন।

Pop Ads

সাংবাদিক নেতা জসীম মাহমুদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক’র দায়িত্ব পালন করছেন। আগে ফেনী থেকে প্রকাশিত ফেনী প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ডিজিটাল সময় পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

জসীম মাহমুদএর আগে ফেনী প্রেসক্লাবের দু,বার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ফেনী জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। এছাড়াও মানবাধিকার সংগঠনসহ তিনি বহু সামাজিক ও পেশাজীবি সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মন্জরুল আলম কচি বলেন, জসীম মাহমুদ যোগ্য ব্যক্তি। সে সত্য উচ্চারণে কাউকে ভয় পায়না। একজন সংগঠক হিসাবে স্কুল পরিচালনায় সে ভাল ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস করি।

জসীম মাহমুদ স্কুলের সভাপতি মন্জুরুল আলম কচিসহ সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।