নাটোরে র‌্যাব-৫ এর অভিযানে বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী আটক

নাটোরে র‌্যাব-৫ এর অভিযানে বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী আটক। ছবি-নাহিদ

সুপ্রভাত বগুড়া (নাটোর প্রতিনিধি): নাটোরের লালপুরে র‌্যাব-৫এর নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিদেশী মদ ও তৈরীর উপকরণ সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাব-৫এর নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এ.এস.পি মাসুদ রানা এর নেতৃত্বে সোমবার (২৮ডিসেম্বর) রাতে নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করেন।

Pop Ads

এসময় বিদেশী মদ- ২.৬৭৫ লিটার, দেশীয় প্রস্তুতকৃত চোলাই মদ-০৭ লিটার, মদ তৈরীর উপকরণ ৭৫ টি বোতল, ১ টি মোবাইল, সিম কার্ড-০১ টি, মেমোরী কার্ড-০১ টি, মাদক বিক্রয়লব্ধ- ২ হাজার ৮শ টাকা সহ নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মরহুম ডাঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ মানিক হোসেন (২৪) কে হাতেনাতে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ব্যাপারে লালপুর থানায় মামলা রুজু হয়েছে। লালপুর থানা পুলিশ আটককৃত মানিক হোসেন কে ২৯ ডিসেম্বর আদালতে প্রেরণ করেন।