বগুড়ায় নতুন করে ৭৭ জন করোনা রোগী শনাক্তঃ মোট আক্রান্ত-৯৫৫ ও মৃত্যু ৮ !!

প্র্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল বগুড়া): রেড জোন বগুড়ায় নেই লকডাউন এর চিত্র এরই মধ্যেই হাজার ছুই ছুই করছে আক্রান্ত রোগীর সংখ্যা।স্রোতের বেগে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। 

বগুড়ায় নতুন করে ৭৭ জনর শরীরে করোনা ভাইরাস বা (কভিড-১৯) শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ৫১জন,মহিলা-  ২২জন ও শিশু-৪জন।

Pop Ads

আজ ( ৯ জুন)  রাত ৯ টায় ডেপুটি সিভিল সার্জন ডা.মুস্তাফিজুর রহমান তুহিন বিষয় টি নিশ্চিত  করেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৯৫৫ জনে দাঁড়াল। এদের মধ্যে ৭২ জন সুস্থ হওয়ায় এখন ৮৫৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আজ আক্রান্তদের মধ্যে সদরের- ৫৪জন, ধুনটে ১০জন, গাবতলীতে ৭জন, কাহালুতে ২জন, শিবগঞ্জে ২জন, শাজাহানপুরে ও আদমদীঘিতে একজন করে। 

উল্লেখ্য,নতুন করে কেউ সুস্থ হয়নি।গত তিনদিন শেরপুর উপজেলা থেকে সংগৃহীত নমুনার পরীক্ষা হয়নি।তবে একজন ক্যান্সার রোগী কেমো দেয়ার আগে সতর্কতামূলক নমুনা পরীক্ষা করলে শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।

এনিয়ে উপজেলায় মোট শনক্তাকৃত রোগীর সংখ্যা ৪৩জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান তুহিন জানান,শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) থেকে আমাদের হাতে আজ শজিমেকের ১৮৬ ও টিএমএসএসের ৮৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তার মধ্যে বগুড়ায় ৭৭ টি পজিটিভ এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here