বগুড়ার শিবগঞ্জে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু !

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব,বগুড়া প্রতিনিধি): বগুড়ার শিবগঞ্জে পানিতে ডুবে আশিক (১১) নামে ৪র্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। সে উপজেলার সদর ইউনিয়নের শহরতলী গ্রামের মহব্বত আলীর ছেলে এবং কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

Pop Ads

পারিবারিক সুত্রে জানাযায়, দু’দিন আগে আশিক মা’র সঙ্গে পার্শ্ববর্তী উথলী রথবাড়ী গ্রামে ঈদের দাওয়াত খেতে নানার বাড়ি যায়। সেখানে বুধবার নানা বাড়ির পার্শ্বের খালে গোসল করতে নামে। এ

রপর বাড়িতে ফিরে না আসায় তার মা বিভিন্ন জাগায় খোজ খবর করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পার্শ্বে খালে পরে যেতে পরে যেতে এমন অনুমানের ভিত্তিতে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট কে খবর দেয়।

তারা খালের পানিতে আশিককে খোজতে থাকে। কিন্তু কিছুতেই না পেয়ে তারা কার্যক্রম শেষ করে মৃত দেহ খালের মধ্যে না থাকার ঘোষণা দিয়ে অভিযান শেষ করে ফিরে যায়।

ফলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কিন্তু ২৮ মে বিকেলে একই খালে আশিকের লাশ ভেসে উঠে।

সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার নারী পুরুষ খালের পাড়ে যায় এবং কান্নার রোল পড়ে যায় পিতামাতা সহ এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here