বগুড়ায় তিন ওষুধের দোকান ও নিউ এজ ফার্মা আর্য়ুবেদিক ঔষধ কারখানায় ২লাখ ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় তিন ওষুধের দোকান ও নিউ এজ ফার্মা আর্য়ুবেদিক ঔষধ কারখানায় ২লাখ ৬০ হাজার টাকা জরিমানা। ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার: বিভিন্ন অপরাধের দায়ে বগুড়ায় ৩ ওষুধের দোকান ও নিউ এজ ফার্মা আর্য়ুবেদিক ঔষধ কারখানায় ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমনা করা হয়।

পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা ও তাসনিমুজ্জামান।এতে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নাঈম গোলদার, ঔষধ প্রশাসন বগুড়ার সহকারি পরিচালক মো. রহমত উল্লাহ।

Pop Ads

জেলা জুডিশিয়াল মুন্সিখানা সূত্রে জানা গেছে, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, মিসব্রান্ডেড ঔষধ বিক্রি, ফার্মাসিস্ট না থাকার অপরাধে খান মার্কেটর নিশাত মেডিকেল স্টোরকে ১ লাখ ৫০ হাজার, মেসার্স আলী মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তাসনিমুজ্জামান।

একই অপরাধে অনন্যা মেডিকেল স্টোরকে ৩০ হাজার টাকা ও শহরের মালগ্রাম মধ্য পাড়া এলাকায় অবস্থিত মেসার্স নিউ এজ ফার্মাকে অনিয়ন্ত্রিত পরিবেশে ঔষধ তৈরি করা ও কবিরাজ উপস্হিত না থাকার অপরাধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন নাছির রেজা।

অভিযানের সময় উক্ত কারখানার মালিক এমদাদ উপস্হিত না থাকায় কেমিস্টকে জরিমানার টাকা পরিশোধ করার জন্য বলা হয়। কিন্তু তিনি সময় মতো অর্থ পরিশোধ করতে না পারায় তাকে ভ্রাম্যমান আদালত ডিসি অফিসে নিয়ে যান। পরবর্তীতে মালিক পক্ষ থেকে টাকা পরিশোধ করলে সে ছাড়া পায়। ভ্রাম্যমাণ আদালত বলছে,অপরাধের ধারা বিবেচনায় নিয়ে ঔষধ আইন- ১৯৪০ অনুযায়ী জরিমানা করা হয়েছে ।