বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের মহান জাতীয় সঙ্গীতের প্রথম অর্কেস্ট্রা ভার্সন !

বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের মহান জাতীয় সঙ্গীতের সর্বপ্রথম অর্কেস্ট্রা ভার্সন।
বিনোদন: বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের মহান জাতীয় সঙ্গীতের সর্বপ্রথম অর্কেস্ট্রা ভার্সন।
ইউটিউবে সার্চ দিলে পৃথিবীর অনেকগুলো দেশের জাতীয় সঙ্গীতের অর্কেস্ট্রা ভার্সন খুঁজে পাওয়া যাবে। কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীতের এমন কোন ভার্সন খুঁজে পাওয়া যায়নি ।
অবশেষে সেই উদ্যোগটা নিয়েছেন সুস্মিতা আনিস। ইউরোপের স্বনামধন্য বেশকিছু অর্কেস্ট্রা আর্টিস্টদের নিয়ে, প্রায় দীর্ঘ এক বছর প্রচেষ্টার পর তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের এই অর্কেস্ট্রা ভার্সন।
জাতীয় সঙ্গীতের আদি ও অকৃত্রিম ভার্সনটিকে পুরোপুরি অনুসরণ করার চেষ্টা করা হয়েছে এখানে। খেয়াল রাখা হয়েছে, কোন ধরণের বিকৃতি বা পরিবর্তন যেন না আসে কোথাও।
জাতীয় সঙ্গীত আমাদের কাছে অন্যরকম এক আবেগের নাম। সেই অনুভূতি যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে সম্পূর্ণভাবে। ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের ক্ষেত্রে পাহাড় থেকে সাগর, জঙ্গল থেকে গ্রামের মেঠোপথ- সর্বত্র পৌঁছে গিয়েছে আমাদের ক্যামেরা।
জাতীয় সঙ্গীতের সাথে তুলে আনার চেষ্টা করা হয়েছে পুরো বাংলাদেশের রূপ ও ষড়ঋতুকেও।
এবার বিশ্বমঞ্চে বাজুক আমাদের জাতীয় সঙ্গীতের অর্কেস্ট্রা ভার্সন, সগৌরবে।
ইউটুবে দেখুন: https://youtu.be/xy2kRkcn-rc