ভারতে দেড় হাজার টন ইলিশ রপ্তানির জন্য বিশেষ অনুমতি দিয়েছে সরকার

সুপ্রভাত বগুড়া ডেস্ক: ভারতে ইলিশ রপ্তানির জন্য বিশেষ অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দুর্গাপূজা সামনে রেখে প্রায় দেড় হাজার টন ইলিশ যাচ্ছে আগামী সপ্তাহে। মন্ত্রী জানান, দুইশোর মতো রপ্তানিকারক ভারতে মাছ রপ্তানির জন্য অনুমতি চেয়েছিলেন।

এর মধ্যে ৯ জনকে অনুমতি দেয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান দেড়শো থেকে ১৭৫ টন ইলিশ রপ্তানি করতে পারবে। ইলিশের চালান বেনাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে যাবে। আকারের ওপর প্রতি কেজি ইলিশের পাইকারি দাম আটশো থেকে ১৪শো টাকা পর্যন্ত ঠিক করা হয়েছে।

Pop Ads

দেশের চাহিদা মেটাতে ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। তবে গত বছর দূর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানি করেছিলো সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here