মনোনয়নপত্রে স্বাক্ষরজনিত জটিলতায় চিত্র নায়িকা মাহির প্রার্থিতা বাতিল

মনোনয়নপত্রে স্বাক্ষরজনিত জটিলতায় চিত্র নায়িকা মাহির প্রার্থিতা বাতিল

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে মনোনয়নপত্রে স্বাক্ষরজনিত জটিলতায় প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন মাহিয়া মাহি। তিনি আপিল করবেন বলেও জানান। অন্যদিকে, পাবনা-২ আসনে বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনীর মনোনয়নও বাতিল করার সংবাদ এসেছে।

মাহিয়া মাহি বলেন, ‘এখনও আমি সার্টিফায়েড কপি হাতে পাইনি। তবে যতটুকু শুনেছি, ১০টি জনের সমর্থনকারীর মধ্যে তিনজনের বিষয়ে কথা বলা হয়েছে। আর ভোটারদের মধ্যে থেকে ১ শতাংশ অর্থাৎ চার হাজার ভোটারের কিছু স্বাক্ষর মেলেনি। আমার ধারণা, অন্য কেউ স্বাক্ষরে হস্তক্ষেপ করতে পারে। আমি অবশ্যই আপিল করব।’

Pop Ads

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মাহির সমর্থনকারী ১০ জনের মধ্যে তিনজনকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এরমধ্যে একজন রাজশাহী ১ আসনের ভোটার নন। অপর দুইজনের জাতীয় পরিচয়পত্রের তথ্য মেলেনি। জানা যায়, ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা বাতিল হওয়া মনোনয়নের বিপরীতে আপিল করতে পারবেন।

গত সোমবার দুপুরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মাহিয়া মাহির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর এক আত্মীয়। মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। শেষমেশ তিনি তাঁর নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন।