রামগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রামগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। ছবি-এমদাদ

সুপ্রভাত বগুড়া (এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি): কোভিড ১৯ সংকট, সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষার্থীদের ভুমিকা, “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো সরকারি সাস্হ্য বিধি মেনে সীমিত পরিসরে নানা কর্মসূচির মধ্য দিয়ে এবারও খাগড়াছড়ি জেলার রামগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ পালিত হয়েছে।

৮ই সেপ্টেম্বর সকাল ১০টা ৩০মিনিট রামগড় উপজেলা প্রশাসন এর আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) সজীব কুমার রুদ্র এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Pop Ads

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রামগড় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনির হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন , রামগড় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন আনজুম,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু ইউছুপ,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উম্রাসিং চৌধুরী , রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, সাবেক ছাত্র লীগ নেতা শাহ আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) সজীব কুমার রুদ্র বলেন, দেশ গড়ার প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষার পূর্বশর্ত হচ্ছে সাক্ষরতা। তাই নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে হলে সাক্ষরতার ওপর জোর দিতে হবে। বক্তারা বলেন, বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সাক্ষরতা সম্পন্ন মানুষের ভূমিকার বিকল্প নেই।

এ সময় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ১৯৬৬ সাল থেকে ইউনেস্কো এ দিনটিকে আন্তর্জাতিক “সাক্ষরতা দিবস “হিসেবে পালন করে আসছে। বাংলাদেশে ১৯৭২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here