রামগড়ে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও ত্রাণ বিতরণ 

রামগড়ে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও ত্রাণ বিতরণ। ছবি-এমদাদ খান
সুপ্রভাত বগুড়া (এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি): উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নস্যাৎ করতে এখনও নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারণে আজ জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা যথাযথ সন্মান পাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার(১১আগষ্ট) খাগড়াছড়ির রামগড়ে নবনির্মিতি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সজীব কান্তি রুদ্র’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা।
অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, এলজিইডি’র খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো: হাসান আলী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রæ চৌধুরি, রামগড় পৌরসভার মেয়র মো: শাহজাহান কাজী রিপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নবনির্মিত কমপ্লেক্স  উদ্বোধনের আগে ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্র্পণ করেন। পরে ফলক উন্মোচন ও ফিতা কেটে কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গত বছরের অক্টোবরে প্রায় ২ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করে।
এদিকে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের আগে  টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি রামগড়ের পাতাছড়া এলাকায় ইউএনডিপির উদ্যোগে স্থানীয় দরিদ্র ৫১০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here