ওসমানীনগরে অগ্নিকান্ডে ২৩টি দোকান ভষ্মিভূত

65
ওসমানীনগরে অগ্নিকান্ডে ২৩টি দোকান ভষ্মিভূত

সিলেটের ওসমানীনগরে অগ্নিকান্ডে ২৩টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার গোয়ালাবাজার হকার্স মার্কেটে এই ঘটনাটি হয়। তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর ৪টার দিকে গোয়ালাবাজার হকার্স মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন টিন ও বাঁশের তৈরি মার্কেটের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কোটি টাকার মালামালসহ মার্কেটের ২৩টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এ সময় আগুনে দ্বগ্ধ হয়ে ১৬ টি ছাগল মারা যায়। ছাগল ব্যবসায়ী সানুর মিয়া জানান, এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Pop Ads

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ওসমানীনগর থানার ওসি মাকছুদুল আমিন।

হকার্স মার্কেটের কাপড় ব্যবসায়ী নিতাই দেবনাথ বলেন, ‘ভোরে ফোন পেয়ে বাজারে এসে দেখি মার্কেটে দাউ দাউ আগুন জ্বলছে। কোন কিছু বুঝার আগেই আমাদের সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। ব্যাংক থেকে ঋণ নিয়ে ৪ লাখ টাকার মাল (শীত কাপড়) কিনেছিলাম। আগুনের হাত থেকে কিছুই বাঁচাতে পারিনি।’ ব্যবসায়ী জানে আলম বলেন, ক্যাশ বাক্সে থাকা টাকা, জরুরী কাগজপত্রসহ দোকানের মালামাল সব পুড়ে গেছে। মাত্র ২ ঘন্টার আগুনে আমাদের সবকিছু তছনছ হয়ে গেছে। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকান্ডে ক্ষুদ্র ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি হয়েছে। সব হারিয়ে অনেকে পথে বসার উপক্রম। তাদের শান্তনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।’

তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার সুকুমার সিংহ বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপন করা সম্ভব হয়নি।’