ধামরাইয়ে স্কুল উদ্বোধন সহ রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

ধামরাইয়ে স্কুল উদ্বোধন সহ রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। ছবি-মিজানুর
সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান ধামরাই ঢাকা প্রতিনিধি): ধামরাইয়ে উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন সহ স্কুল ভবন উদ্ভোদন করলেন ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে (১২ টি) উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর সহ স্কুল ভবন, উদ্ভোদন করেছেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি।
শনিবার ( ১৮ জুলাই) উপজেলার বিভিন্ন যায়গায় রাস্তা পাকা করন ও (৩ টি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর সহ, (৪ টি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা বিশিষ্ট নতুন ভবন উদ্ভোদন করা হয়েছে। শুভ উদ্বোধন *গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, *জলসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, *কুরুণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, *খরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই সাথে আরো তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
সোমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, *নান্নার সরকারি প্রাথমিক বিদ্যালয়, *উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহ (৫ টি) রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়, **ধামরাই ধানতারা জিমি হতে শরিফবাগ আক্কাস মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ (দৈর্ঘ্য-১- কিঃমিঃ), চাপিল হতে ধামরাই ধানতারা সরক চেইনেজ পর্যন্ত (২ + ৫০০ কিঃমিঃ), *নয়া পাড়া হতে চরপাড়া ভায়া আশ্রায়ন প্রকল্প সড়ক চেইনেজ (০+ ৯.১০ কিঃমিঃ), *চাপিল নদীর ঘাট চাপিল সড়ক চেইনেজ ( ১+১৭০ কিঃমিঃ), *চাপিল নয়াগাঁও সড়ক চেইনেজ (১+৫০০ কিঃমিঃ) এর শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় উদ্বোধন কালে ঢাকা (২০) এর এমপি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমেদ বলেন – আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশে উন্নয়ন হয়, দেশ আজ দূর বার গতিতে এগিয়ে চলছে, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত, তাই সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যেনো তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গরতে পারে, বাংলাদেশকে আরো উন্নত রাষ্ট্রে পরিনিত করতে পাড়ে, ইনশাআল্লাহ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ও ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হাফিজুর রহমান সোহরাব,
উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও এমপি সাহেবের পিএস মোঃ বিল্লাল হোসেন, সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী, নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লা, রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম শামসুদ্দিন ( মিন্টু), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ আব্দুর রফিক সহ যুবলীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here