১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড ৯ ঘণ্টায়

11
১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড ৯ ঘণ্টায়

১৪০টি ভাষায় গান গাওয়ার দক্ষতা দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে স্থান করে নিয়েছেন ভারতের কেরালা রাজ্যের এক নারী। গত ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জলবায়ু কনসার্টে এই তাক-লাগানো কাজ করেছিলেন সুচেতা সতীশ নামের ওই নারী। গিনেস কর্তৃপক্ষ যাচাইয়ের পর এবার তাঁর সাফল্যকে স্বীকৃতি দিয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা সুচেতার অসাধারণ পারফরম্যান্স মুগ্ধ করেছে বিশ্বজুড়ে অগণিত শ্রোতাকে; বৈচিত্র্য আর গুণগত মান উভয় দিক থেকেই।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে খবরটি শেয়ার করে সুচেতা সতীশ লিখেছেন, ‘সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, ঈশ্বরের কৃপায় আমি দুবাইয়ে জলবায়ু কনসার্টের সময় ৯ ঘণ্টায় ১৪০টি ভাষায় গান গেয়ে নতুন গিনেস বিশ্ব রেকর্ড করেছি। আপনাদের শুভেচ্ছা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

Pop Ads

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইট অনুযায়ী, সুচেতা সতীশ দুবাইয়ের ভারতীয় কনসুলেট মিলনায়তনে অনুষ্ঠিত কনসার্টে গানগুলো গেয়েছিলেন। এর লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানো।

১৪০টি ভাষা বেছে নেওয়ার কারণ হলো, দুবাইয়ে অনুষ্ঠিত এবারের কপ২৮ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিল ঠিক ১৪০টি দেশ।
সুচেতার ইনস্টাগ্রাম পোস্টে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘অভিনন্দন সুচেতা। অবিশ্বাস্য! হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপ দিয়েই।’

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘গৌরবময় অর্জন! আগামীতে আপনার জীবনে এ রকম আরো অনেক সাফল্য আসুক।

অভিনন্দন।’
‘এই কৃতিত্ব অবিশ্বাস্য। গোটা মানবজাতি আপনাকে নিয়ে গর্বিত হবে সুচেতা। আমার আন্তরিক অভিনন্দন,’ মন্তব্য তৃতীয় ব্যবহারকারীর। সূত্র : এনডিটিভিং