ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে জুলুম বস্তির ৩০% ছাড়ের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব বিক্রয় উব্দোধন

সুপ্রভাত বগুড়া (আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ে  সামাজিক দূরত্ব বজায় রেখে জনস্বার্থে: জুলুম  বস্তি  সংগঠনের পক্ষ থেকে ও  সদর উপজেলা নির্বাহী অফিসার এর  সহযোগিতায় রবিবার সদর উপজেলার  আউলিয়াপুর ইউনিয়নে ৩০% ভর্তুকি মূল্যে খাদ্য দ্রব্য বিক্রয়ের উদ্বোধন করেন সদর ইউএনও। 

এছাড়াও জুলুম বস্তির উদ্যোগে নিয়মিত ঠাকুরগাঁও শহরের সমবায় মর্কেটের মানবতা ষ্টোরের ৩০% ছাড়ের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব বিক্রয় কার্যক্রম চলবে বলে জানান।

Pop Ads

মাহে রমজানের ও দেশের এই ক্রান্তি লগ্নে ঘর বন্দি ও কর্মহীন মানুষ ৩০% ছাড়ের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব কম দামে ক্রয় করতে পেরে  জুলুম বস্তির এই মহতি উদ্যোগ কে এলাকাবাসী  সাধুবাদ জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন স্যরের উদ্যোগে  মহামারী করোনা ও রমজান মাস উপলক্ষে ৩০% ভর্তুকি মূল্যে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে।সহযোগিতায় থাকছেন ইউনিয়ন পরিষদের চেয়্যারমেনগন। জনস্বার্থে: পুরা রমজান মাসেই চলমান থাকবে এই কার্যক্রম। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here